নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ির মসজিদ মোড়ে ভাড়াবাড়ি থেকে সদর মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার সন্ধ্যায় গৌতম দাস(৫০) নামে ওই আধিকারিকের দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি বারাসাতে। পুলিসের প্রাথমিক অনুমান, অবসাদের জেরে গৌতমবাবু আত্মঘাতী হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি আরও একজনের সঙ্গে একটি রুমে ভাড়া থাকতেন। সন্ধ্যায় তাঁর রুমমেট বাইরে যান। সেই ব্যক্তি রাত ১০টায় ফিরে দেখেন, দরজা ভিতর থেকে লক করা। বেশ কয়েকবার ডাকাডাকি করলেও কেউ গেট খোলেনি। এরপর গৌতমবাবুর রুমমেট সিউড়ি থানায় খবর দেন। পুলিস এসে দরজা ভেঙে গৌতমবাবুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিস জানিয়েছে, মাত্র এক সপ্তাহ আগে গৌতমবাবুর দিদি মারা গিয়েছেন। এছাড়া, তিনি অফিসে অনিয়মিত ছিলেন। প্রশাসন সূত্রে খবর, তিনি দেড় মাস বিনা বেতনে ছুটিতে ছিলেন। কিন্তু ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল-তা কারও কাছেই পরিষ্কার নয়।