• ভগবানগোলায় ৪ কেজি হেরোইন উদ্ধার করল বিএসএফ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাতের অন্ধকারে সীমান্তে চোরাচালান বাড়ছে। এবার সীমান্ত থেকে প্রায় চার কেজি মাদক উদ্ধার করল বিএসএফ। রবিবার রাতে ভগবানগোলায় ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে দু’জন সন্দেহভাজনকে দেখে জওয়ানরা তাড়া করেন। কিন্তু তারা অন্ধকারের সুযোগে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। জওয়ানরা সেখানে তল্লাশি চালিয়ে চারটি পলিথিনের প্যাকেটে হেরোইন উদ্ধার করেন।


    বিএসএফ জানিয়েছে, লাল চটের বস্তার মধ্যে চারটি প্যাকেটে মাদক ছাড়াও আরও বেশ কিছু সামগ্রী রয়েছে। সেগুলি কী সেটা জানতে পরীক্ষা করা হচ্ছে। হেরোইন তৈরির কাঁচামালও হতে পারে।


    বিএসএফের এক আধিকারিক বলেন, আমরা সীমান্তে সবসময় কড়া পাহারা চালু রেখেছি। কোনওরকম চোরাচালান বরদাস্ত করা হবে না। বাংলাদেশে মাদক পাচারের আগেই বাজেয়াপ্ত করা গিয়েছে। তবে পাচারকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। স্থানীয়দের বারবার সচেতন করা হয়, যাতে অল্প টাকার লোভে তারা অসাধু কাজে জড়িয়ে না পড়ে। স্থানীয় মদত না থাকলে গভীর রাতে এভাবে চোরাচালান কিছুতেই সম্ভব নয়।
  • Link to this news (বর্তমান)