বড়ঞায় বিজয়া সম্মিলনি থেকে ‘সারপ্রাইজ’ ঘোষণা ইউসুফের
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জেলাবাসীর জন্য রয়েছে সারপ্রাইজ। দলের বিজয়া সম্মিলনী থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। গত কয়েকদিনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ব্লকগুলিতে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হচ্ছে। সেখানে নিয়ম করে হাজির হচ্ছেন তৃণমূলের এই তারকা সাংসদ। তাঁকে ঘিরে সর্বত্র উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তবে সোমবার বিকেলে বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী কর্মসূচিতে তিনি জেলাবাসীর জন্য এক বিশেষ উপহারের কথা ঘোষণা করেন। কিন্তু, কী সেই উপহার? কিছুতেই ফাঁস করলেন না সে কথা।
ইউসুফ সাহেব বরাবরের মতো শুরুতে বলেন, আমি কথা কম বলব, কাজ করব বেশি। আপনারা ১০ কদম এগলে আমি ১০০ কদম এগব। পরে তিনি আরও বলেন, আপনাদের সকলের জন্য আমি একটি সারপ্রাইজ দিতে চলেছি। তাই কিছুদিন অপেক্ষা করুন। আপনাদের কী দিতে চলেছি, সেটা কেউ চিন্তাও করতে পারবেন না। তবে বলতে পারি, এই উপহারের জন্য বাচ্চা ও মহিলাদের খুব সুবিধা হবে।
এদিন বড়ঞার ডাকবাংলা গ্রামের কিষান মান্ডি সংলগ্ন এলাকায় বিজয়ার অনুষ্ঠানে ইউসুফকে দেখতে দুপুর থেকেই লোক আসতে শুরু করে। এই সভায় হাজির ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, বড়ঞা ব্লক উত্তর সভাপতি গোলাম মুর্শিদ, দলের বড়ঞা ব্লক সহকারী সভাপতি মাহে আলম প্রমুখ। এদিন বক্তারা বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেও রাজ্য সরকারের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেন।
জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, ভোটে জেতার জন্য বিরোধীরা অপপ্রচার করেছিল। ইউসুফ পাঠানকে নাকি জেতার পর দেখা যাবে না। কিন্তু, আমাদের প্রিয় সাংসদ জেলার অধিকাংশ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অধিকাংশ ব্লকে বিজয়া সম্মিলনীতে হাজির থাকার চেষ্টা করছেন। নিজের সংসদ এলাকার মানুষের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প নিয়ে আলোচনা করছেন। খুব শীঘ্রই তিনি বড় কিছু ঘোষণা করতে চলেছেন। তিনি এদিন আমাদের ব্লকের বিজয়া সম্মিলনীতে হাজির হয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আগাম দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন। জেলার মানুষ তাঁকে কাছে পেয়ে খুব খুশি।