নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বাংলা শস্য বিমা যোজনায় সমস্ত চাষিদের নাম নথিভুক্ত করাতে জেলা প্রশাসন উদ্যোগী হয়েছে। সোমবার এবিষয়ে সিউড়িতে নিজের অফিসের কনফারেন্স হলে বৈঠক করেন জেলাশাসক বিধান রায়। সেখানে বিধায়ক অভিজিৎ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কয়েকজন চাষিও বৈঠকে অংশ নেন।