• কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা কাণ্ডে চার্জশিটে চারজন
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রেল। ইতিমধ্যে তারা মালগাড়ির গার্ড, রাঙাপানির স্টেশন মাস্টার, ট্রাফিক ইনচার্জ সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট ইস্যু করেছে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই ট্রেন দুর্ঘটনা নিয়ে তদন্ত করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাছে রিপোর্ট পেশ করেছে সেফটি কমিশনার। সেই রিপোর্টের ভিত্তিতে ওই অফিসারদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। অর্থাৎ ওই অফিসারদের শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের উত্তর দিতে হবে। তা পর্যবেক্ষণের পর অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 


    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ওই ট্রেন দুর্ঘটনা নিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তদের কাছে চার্জশিট পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)