চালের ট্রাকে বস্তাবন্দি শতাধিক পায়রা উদ্ধার, ধৃত ২
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, শিলিগুড়ি: চালের ট্রাকে বস্তায় ভরে শতাধিক পায়রা শিলিগুড়িতে আনা হচ্ছিল। এমনভাবে রেখে দেওয়া হয়েছিল পায়রা ভর্তি বস্তাগুলি দেখে যাতে মনে হয় গাড়িতে সবগুলি চালের বস্তা রয়েছে। তবুও শেষরক্ষা হল না। আর এই পায়রা উদ্ধারের পাশাপাশি পাচারের অভিযোগে দু’জনক গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিস। ধৃতদের নাম মহম্মদ ফিরদৌস ও আখতার হোসেন। সোমবার সকালে ফুলবাড়িতে নাকা তল্লাশির সময় এনজেপি থানার পুলিস চাল বোঝাই ট্রাকটি থামায়। তল্লাশির সময় পুলিসের নজরে আসে কয়েকটি বস্তা নড়াচড়া করছে। তাতে সন্দেহ হয়। তারপর ছ’টি বড় বড় বস্তার ভিতর থেকে উদ্ধার হয় প্রচুর পায়রা।
এনজেপি থানার পুলিস জানায়, সঙ্গে লাইভ স্টক পারমিট না থাকায় পায়রা পাচারের অভিযোগে ট্রাকে থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এত পায়রা আনার ক্ষেত্রে অনেকেই মনে করছেন, সামনে কালীপুজো। অনেকেই পুজোয় পায়রা উৎসর্গ করেন। পায়রার চাহিদা বাড়বে। সেই কারণেই পায়রাগুলি শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল। পুলিস পরে বনবিভাগের হাতে পায়রা সহ দুই অভিযুক্তকে তুলে দেয়।
বনদপ্তরের ডাবগ্রামের রেঞ্জার জাহিরুল মহম্মদ বলেন, কোথা থেকে এই পায়রা কী উদ্দেশ্যে আনা হচ্ছিল তা জানার জন্য ধৃতদের জেরা করা হবে।