মঞ্চে উদয়ন গুহকে দেখে বিজয়া সম্মিলনির অনুষ্ঠান ত্যাগ তৃণমূল কাউন্সিলারের
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, দিনহাটা: মঞ্চে মন্ত্রী উদয়ন গুহ। তা দেখে অনুষ্ঠান কক্ষ ত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার পার্থনাথ সরকার। রবিবার সন্ধ্যায় দিনহাটা পুরসভা আয়োজিত বিজয়া সম্মিলনিতে এই ঘটনা ঘটে। যা ঘিরে মন্ত্রী-কাউন্সিলার বিরোধ প্রকাশ্যে এল।
আগেও উদয়ন গুহর বাবার নামে নামাঙ্কিত কমল গুহ স্মৃতিভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি ওই কাউন্সিলার। মন্ত্রীর পাল্টা দাবি, তার বাবার স্মৃতি নামাঙ্কিত কমল গুহ উদ্বোধনের অনুষ্ঠান ইচ্ছাকৃত এড়িয়েছেন ওই কাউন্সিলার। সেই কারণেই পুজোর সময় তাঁর সঙ্গে মঞ্চে ওঠেননি মন্ত্রী। তার পাল্টা হিসেবেই এবার এই কাণ্ড ঘটালেন পার্থনাথ।
দিনহাটার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার পার্থনাথ সরকার বলেন, বিজয়া সম্মিলনিতে আমি আমন্ত্রিত ছিলাম। মঞ্চে ওঠার জন্য আমাকে আহ্বান করা হয়েছিল। কিন্তু ওই মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী উদয়ন গুহ। পুজোর সময় তিনি আমার সঙ্গে এক মঞ্চ শেয়ার করবেন না বলে জানিয়েছিলেন। সেই কারণে আমি এবার স্টেজে উঠিনি। অনুষ্ঠানের স্থল ত্যাগ করে চলে এসেছি।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, ওটা পুরসভার অনুষ্ঠান ছিল। কেন ওই কাউন্সিলার স্টেজে ওঠেননি তা তিনিই বলতে পারবেন। এর আগে কমল গুহ স্মৃতি ভবনের উদ্বোধন এড়িয়ে যান ওই কাউন্সিলার। সেই প্রেক্ষিতেই পুজোর সময় তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার না করার কথা বলেছিলাম। উনি সভা মঞ্চ ত্যাগ করে গেলেও দিনহাটার প্রচুর মানুষ ওই অনুষ্ঠানে ছিলেন। আমার দেখা সেরা বিজয় সম্মিলনি হয়েছে এটি।