রবীন রায়, আলিপুরদুয়ার: লোকসভা কিংবা বিধানসভা, আলিপুরদুয়ার জেলায় গোর্খা ভোট নিয়ে প্রতিবারই আশায় থাকে বিজেপি। ভোটবাক্স ভরে দেন গোর্খারা। ডুয়ার্সের আসনগুলিতে যা জয় পরাজয়ে বড় ভূমিকা নেয়। লোকসভা নির্বাচনের আগে দলের সুপ্রিমো বিমল গুরুং ডুয়ার্সে এসে বৈঠক করে যান। তাঁর নির্দেশ মতোই কাজ করেন কর্মীরা। কিন্তু মাদারিহাট উপনির্বাচন নিয়ে এখনও তাঁকে জেলায় দেখা যায়নি। তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠেছে, তাহলে উপ নির্বাচনে মোর্চার সমর্থকরা কোন দলকে ভোট দেবেন?
যদিও গুরুং ঘনিষ্ঠ নেতাদের কথায়, উপ নির্বাচনে প্রচার বা মিটিং করতে গুরুং মাদারিহাটে আসছেন না। মাদারিহাট উপ নির্বাচনে মোর্চার কর্মী সমর্থকরা কী করবেন তা সম্পূর্ণভাবে তাঁদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় মোর্চা সমর্থকরা কোন দলকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে।
বীরপাড়ায় গুরুং ঘনিষ্ঠ নেতা কিসমত গুরুং বলেন, এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, বিমল গুরুং উপ নির্বাচনের প্রচারে বা মিটিং করতে মাদারিহাট আসছেন না। তা ছাড়া, এটা লোকসভা বা রাজ্যের সার্বিক বিধানসভার ভোট নয়। নেহাতই একটা উপ নির্বাচন মাত্র। কিসমত বলেন, মাদারিহাট উপ নির্বাচনে মোর্চার সমর্থকরা কী করবেন, কাকে ভোট দেবেন একান্তভাবে তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নেবেন। একথা বলার পর কিসমত অবশ্য বলেন, মাদারিহাটে গোর্খাদের একটা ‘আবেগ’ আছে। মাদারিহাট উপ নির্বাচনে স্বীকৃত দলগুলির সঙ্গে নির্দল প্রার্থীরা আছেন। এখানে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। দু’বারের বিধায়ক থাকা সত্ত্বেও এখানে উন্নয়ন হয়নি। তাই উপ নির্বাচনে মোর্চা সমর্থকরা নিজেরাই ভোট নিয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁদের উপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না।
বিমল গুরুং ঘনিষ্ঠ এই নেতার ‘গোর্খাদের আবেগ’-এর কথা নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর, এবার মাদারিহাট উপ নির্বাচনে দাবি উঠেছিল বিজেপির প্রার্থী হোক গোর্খা সম্প্রদায় থেকে। কিন্তু সেই দাবি ধোঁপে টেকেনি। তার জন্যই কি গুরুং প্রচারে আসছেন না? এই প্রশ্ন রাজনৈতিক মহলের।
তাহলে মোর্চার সমর্থকরা কি গোর্খাদের প্রতিনিধি নির্দল প্রার্থী বুদ্ধিমান লামাকে সমর্থন করবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মাদারিহাটের উপ নির্বাচনে। যদিও নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা জানিয়েছেন, শুধু গোর্খারা নয় তিনি মাদারিহাট বিধানসভার সমস্ত সম্প্রদায়ের মানুষেরই ভোট পাবেন।
বিজেপির জেলা সভাপতি তথা এমপি মনোজ টিগ্গা অবশ্য বলেন, গোর্খাদের নিয়ে এরকম কোনও বিষয় নেই। গোর্খা সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের ভোট পাবে আমাদের দল।