• গ্রেপ্তার ৭
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: কালীপুজোর আগে বক্সিরহাট থানার বিভিন্ন এলাকায় রমরমিয়ে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের ফেসসাবাড়িতে একটি জুয়ার ঠেকে পুলিস  অভিযান চালায়। সেখান থেকে জুয়ার সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয় তিন জুয়াড়িকে। আসর থেকে উদ্ধার হয় ৪ হাজার ৫৪০ টাকা। 


    অন্যদিকে, রবিবার রাতেই শীতলকুচি ব্লকের বড়মরিচায় একটি জুয়ার আসরে অভিযান চালায় পুলিস। সেখান থেকে পুলিস বেশকিছু টাকা উদ্ধার করে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)