সংবাদদাতা, শীতলকুচি: বাংলাদেশ সীমান্তবর্তী শীতলকুচি ব্লকে ২০৫ জায়গায় এবার কালীপুজো হবে। উদ্যোক্তারা থিম এবং মণ্ডপ তৈরিতে চূড়ান্ত ব্যস্ত। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
শীতলকুচি দেশবন্ধু ক্লাবের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। মার্কেট কমপ্লেক্সে পুজো প্যান্ডেল নির্মাণ শেষ পর্যায়ে। সভাপতি তপনকুমার গুহ বলেন, বিভিন্ন ফুল দিয়ে মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। বাজেট ৫ লক্ষ টাকা। ফক্করের হাটবাজার কালীপুজো কমিটির পুজো এবার ২৩তম বর্ষ। কমিটির কোষাধ্যক্ষ অমিয় বর্মন বলেন, এবছর দেড় লক্ষ টাকা পুজোর বাজেট ধরা হয়েছে। কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণ হয়েছে। শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে ১৮ হাত প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে শীতলকুচির সবাই একাডেমি। ক্লাব সম্পাদক মতিলাল বর্মন জানান, ২২তম বর্ষে পুজোর বাজেট ২ লক্ষ টাকা। প্রতিমা গড়ছেন রথেরডাঙার মৃৎশিল্পী উমানাথ বর্মন। সীমান্তলাগোয়া কার্য্যীদিঘি কিশলয় সঙ্ঘের পুজোর ২৪তম বর্ষ। কমিটির সম্পাদক কল্যাণ শর্মা জানায়, এবছর পুজোর বাজেট আড়াই লক্ষ টাকা। ডিমের কার্টন দিয়ে পঞ্চাশফুট উচ্চতার কাল্পনিক মন্দির নির্মাণ হবে। আলোকসজ্জায় সাজবে পুজো মণ্ডপ। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা হয়েছে। সরকারি নির্দেশিকা জানানো হয়েছে।