• কোচবিহারে রাসমেলায় বাজেট কোটি টাকা, বসবে কয়েক হাজার স্টল
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলা ময়দান ধীরে ধীরে সেজে ওঠার পথে। দিন কয়েকের মধ্যে মাঠ দখল নেবেন দূরদূরান্তের ব্যবসায়ীরা। মেলার মাঠে চলে এসেছে নাগর দোলনার সামগ্রী। যা দেখেই আনন্দে আত্মহারা শহরের কচিকাচারা। আপাতত রাসমেলার অপেক্ষায় কোচবিহার থেকে গোটা উত্তরবঙ্গ। 


    কোচবিহারের রাসমেলায় উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও স্টল আসে। মেলা দেখতে আসেন লক্ষ লক্ষ মানুষ। কোচবিহার পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে সবরকমের ব্যবস্থা করা হয়। এবার রাসমেলার জন্য এক কোটি টাকারও বেশী খরচ করা হবে বলে জানা গিয়েছে। প্রতিবছর রাসমেলা ১৫দিনের হয়। এবারও সেটা জানিয়েছিল প্রশাসন। কিন্তু পুরসভা চায়, রাসমেলা ২০ দিন চলুক। এই মর্মে পুরসভার পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।


    পুরচেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাসমেলা ময়দানে নাগর দোলনার সামগ্রী আসতে শুরু করেছে। ধীরে অন্য ব্যবসায়ীরাও আসা শুরু করবেন। গতবারের মতো এবারও রাসমেলায় এক কোটি টাকা খরচ হবে। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে রাসমেলা ২০দিনের করার অনুমতি চেয়ে জেলাশাসককে আবেদন করা হয়েছে।


    মদনমোহন মন্দিরের রাস উৎসবকে কেন্দ্র করে রাসমেলা ময়দান ও তার চারপাশে সাত-আট হাজার ছোট বড় দোকান বসে। স্থায়ী স্টলের পাশাপাশি থাকে অস্থায়ী দোকান। কিন্তু প্রত্যেকবার দেখা যায়, রাসমেলা জমে উঠতে দিন কয়েক সময় লেগে যায়। জমে উঠতে না উঠতেই মেলা ভাঙার সময় চলে আসে। তাই পুরসভা চায় রাসমেলা ২০ দিনের হোক। এতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তিতে ব্যবসা করতে পারবেন। মেলায় আসার প্রতিও তাঁদের আগ্রহ বাড়বে। এবং সাধারণ মানুষ আরএকটু বেশি দিনের জন্য মেলা উপভোগ করতে পারবেন।
  • Link to this news (বর্তমান)