• বারাণসী, কলকাতার পর এবার শিলিগুড়ির মহানন্দায় সন্ধ্যারতি
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বারাণসী এবং কলকাতার পর শিলিগুড়ি। এবার এখানে মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে শুরু হল সন্ধ্যারতির। যা শিলিগুড়ি শহরের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত। সোমবার পুরোহিতদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে মেয়র গৌতম দেব, পুরচেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, স্বাস্থ্যবিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত, পুরসভার সচিব অনাবিল দত্ত সহ আধিকারিকরা হাজির ছিলেন। প্রথমদিনই অনুষ্ঠানে শামিল হন প্রচুর মানুষ। আরতি দেখতে ভিড় করেন ঘাটে। এই কর্মসূচি পর্যটকদের নজর কাড়বে বলেই পুরকর্তৃপক্ষের আশা।


    এদিন বিকেলের মধ্যে ফুলের মালায় সাজিয়ে তোলা হয় মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জনঘাট। সন্ধ্যা হতেই একাধিক পুরোহিত দিয়ে ঘণ্টা বাজিয়ে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করানো হয়। পুরসভা সূত্রের খবর, পুরসভার ক্ষমতা দখল করার পরই শহরের ‘ফুসফুস’ মহানন্দা নদী আরও দর্শনীয় করে তোলার কথা ঘোষণা করেছিলেন মেয়র। ইতিমধ্যে পুজো কার্নিভালের রূপ তুল ধরতে ঘাটে দুর্গা প্রতিমা বসানো হয়েছে। তখনই ঘাটে সন্ধ্যারতির কথা ঘোষণা করা হয়েছিল। বর্তমানে প্রতি সপ্তাহে শনিবার করে এই আরতি হবে। মেয়র বলেন, মহানন্দার ঘাটে সন্ধ্যারতি চালু করার সিদ্ধান্ত আগেই হয়েছিল। এখন সপ্তাহে একদিন করে এই কর্মসূচি চলবে। পরবর্তীতে তা সাতদিনই করার চিন্তাভাবনা রয়েছে। বারাণসীর কায়দায় নিজের শহরে সন্ধ্যারতি দেখে এদিন খুশি হয়েছেন শহরবাসী।
  • Link to this news (বর্তমান)