রাতে আচমকা পরিদর্শনে এসডিও, ধমক খেয়ে কমল আনাজের দাম
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টাস্ক ফোর্সের ধমক খেয়েই জলপাইগুড়ির দিনবাজারে ৮৫ টাকা কেজির টম্যাটো হয়ে গেল ৫৫ টাকা কেজি! ৭৫ টাকার বেগুন হয়ে গেল ৪৫ টাকা! ফলে প্রশাসনের কর্তাদের সামনে ব্যাগ ভর্তি করে বাজার করলেন শহরের বাসিন্দারা।
সোমবার সন্ধ্যার পর কৃষি বিপণন দপ্তরের আধিকারিক ও পুলিসকে নিয়ে আচমকা দিনবাজারে হানা দেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। ক্রেতাদের সঙ্গে কথা বলে এসডিও জানতে পারেন, খুচরো বাজারে ৮০-৮৫ টাকা কেজি দরে টম্যাটো বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি ৭৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারের থেকে অনেকটাই চড়া দরে সব্জি বিক্রি হওয়ায় বিক্রেতাদের রীতিমতো ধমক দেন এসডিও। বলেন, আমরা যতটাই মানবিক হওয়ার চেষ্টা করছি, আপনারা ততটাই অমানবিক হচ্ছেন। পাইকারি বাজার থেকে কত টাকা দরে সব্জি কিনেছেন, তার স্লিপ দেখান। এসডিও’র এই ধমকের পর বাজারে সব্জির দাম অনেকটাই কমে যায়। ক্রেতারা খুশি হয়ে ব্যাগ ভর্তি করে বাজার করেন।
Link to this news (বর্তমান)