• শিলিগুড়িতে শিশু মৃত্যু নিয়ে গাফিলতির অভিযোগ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন জেলা হাসপাতালের
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করল শিলিগুড়ি জেলা হাসপাতাল। ২৪ ঘণ্টা পর সোমবার মৃত শিশুর আত্মীয়রা ঘটনাটি নিয়ে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জেরে বিনা চিকিৎসায় ওই শিশুর মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে মৃতের পরিবারের লোকেরা ঘটনা নিয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন। পুলিসও তদন্তের জন্য অভিযোগপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।


    শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, অভিযোগ পেয়েছি। তা হাসপাতালের সুপারের কাছে পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। হাসপাতালের সুপার ডাঃ চন্দন ঘোষ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট আসার পর আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।


    রবিবার সকালে জেলা হাসপাতালে হামিদ রাজা নামে সাত বছরের শিশুর মৃত্যু হয়। ওই দিনই ঘটনাটি নিয়ে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত শিশুর আত্মীয়রা। সোমবার দুপুরে তাঁরা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। শিশুর মৃত্যু নিয়ে তাঁরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, ওই দিন অসুস্থ হামিদের চিকিৎসা না করে তাঁর বাবা-মা’র সঙ্গে দুর্ব্যবহার করেছেন জরুরি বিভাগের চিকিৎসক। বিনা চিকিৎসায় ওই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।


    হাসপাতালের সুপার বলেন, শিশু মৃত্যুর ওই ঘটনা নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাতে দু’জন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। তিনদিনের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


    মাটিগাড়ার খোলাইবক্তরির বাসিন্দা মহম্মদ রুবেল পেশায় দিনমজুর। তাঁর স্ত্রী দোলেনা খাতুন গৃহবধূ। এই দম্পতির তিন ছেলেমেয়ের মধ্যে হামিদ বড় ছিল। ছেলের মৃত্যুতে এখনও ওই দম্পতি শোকে কাতর। এদিন তারা ঘটনাটি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। এদিন হাসপাতাল চত্বরে তাঁরা বলেন, পরিবারের একমাত্র ছেলে হামিদ এভাবে চলে যাবে তা ভাবতেও পারছি না। এই ঘটনায় ‘জাস্টিস’ চাই।     
  • Link to this news (বর্তমান)