• পুজোয় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, ৩৩টি কমিটির বিরুদ্ধে পদক্ষেপ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্গাপুজোয় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৩৩টি পুজো কমিটির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বিদ্যুৎ বণ্টন নিগম। সোমবার নিগমের জলপাইগুড়ির রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল বলেন, এবার দুর্গাপুজোয় জলপাইগুড়িতে ১৪০৪টি পুজো কমিটিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৩৩টি পুজো কমিটির বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ জমা পড়েছে। এগুলির মধ্যে কোনও কমিটি পুজোয় যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের কথা উল্লেখ করেছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেছে। অনেকে আবার হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করছিল। অভিযুক্ত পুজো কমিটিগুলির বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা আদায় করা হচ্ছে।


    রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের তরফে জানানো হয়েছে, কালীপুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবে যদি মণ্ডপে খোলা তার থাকে তাহলে জরিমানা করা হবে। মণ্ডপের দায়িত্বে যে ইলেক্ট্রিশিয়ান থাকবেন, পুজোর অনুমতির আবেদনের সময়ই তাঁর সার্টিফিকেট জমা দিতে হবে। গত বছর জলপাইগুড়িতে ৭৫৪টি কালীপুজো কমিটিকে সংযোগ দিয়েছিল বিদ্যুৎ দপ্তর। এবার সংখ্যাটা বাড়বে বলে ধারণা প্রশাসনের।
  • Link to this news (বর্তমান)