• পুজোয় যানজট রুখতে বিকেল পাঁচটা থেকে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: কালীপুজোয় যানজট মোকাবিলায় নানা পদক্ষেপ  করতে চলেছে ময়নাগুড়ি ট্রাফিক বিভাগ। ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত শহরের উপর দিয়ে বিকেল পাঁচটা থেকে যান চলাচল বন্ধ থাকবে। এক্ষেত্রে ছোট গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি, টোটো, বাইক চলাচলও বন্ধ থাকবে। সোমবার এ কথা জানান ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের ওসি অতুলচন্দ্র দাস।


    ময়নাগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তিনটি স্থানকে ড্রপগেট হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিডিও অফিস মোড়, অসম মোড় ও দ্বারিভিজায় থাকছে ড্রপগেট। সন্ধ্যার পর শহরের উপর দিয়ে বাস, ট্রাক চলবে না। সেক্ষেত্রে অসম মোড় বাইপাস হয়ে এই গাড়িগুলি গন্তব্যের দিকে যাবে। পাশাপাশি ৬টি স্থানে নো-এন্ট্রিজোন হচ্ছে। সিনেমা হল মোড়, হাসপাতাল পাড়া মোড়, বিবেকানন্দ পল্লি, শ্মশানঘাট মোড়, সুভাষনগর, আনন্দনগর মোড় এলাকায় থাকছে নো এন্ট্রিজোন। এসব স্থান দিয়ে টোটো, ছোট গাড়ি ও বাইক চলাচল বন্ধ করে দেওয়া হবে। বিকেল পাঁচটা থেকে যতক্ষণ পর্যন্ত ভিড় থাকবে, ততক্ষণ এই নিয়ম চালু থাকবে বলে পুলিস জানিয়েছে।


    ময়নাগুড়ি থানার পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় চলবে টহল। সেজন্য স্পেশাল টিম তৈরি করেছে ময়নাগুড়ি থানা। ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি বাইকে তিনজন, বিনা হেলমেটে বাইক চালানো এবং মদ্যপ অবস্থায় বাইক চালানো কোনওমতে বরদাস্ত করা হবে না। দেখলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    ট্রাফিক ওসি বলেন, কালীপুজোর পরের দিন থেকে ভাইফোঁটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে ভিড় থাকা পর্যন্ত বিভিন্ন যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিয়ম চালু থাকছে। দর্শনার্থীদের পুজো দেখতে যেন অসুবিধা না হয়, সে কারণেই এই নিয়ম করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)