• মেডিক্যালে দালালচক্র রুখতে অভিযান, গ্রেপ্তার ৪
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দালালচক্র রুখতে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালাল কোচবিহার কোতোয়ালি থানার পুলিস। ঘটনায় পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, ওই ব্যক্তিরা হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের নার্সিংহোমে নিয়ে যেত। ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। মেডিক্যাল কলেজের এমএসভিপি সৌরদীপ রায় বলেন, হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে পুলিস অভিযান চালিয়েছে। চারজনকে গ্রেপ্তার করেছে। এর আগেও এমনটা হয়েছে। কিন্তু প্রমাণের অভাবে এরা ছাড়া পেয়ে যায়।
  • Link to this news (বর্তমান)