• স্নিফার ডগ নিয়ে নাবালিকার খোঁজ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কুমারগ্রাম: নিখোঁজ এক নাবালিকার সন্ধানে সোমবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে স্নিফারডগ নিয়ে তল্লাশি চালালো পুলিস। কামাখ্যাগুড়ি বাজার ও আশপাশের এলাকায় চলে তল্লাশি। সম্প্রতি আলিপুরদুয়ার জেলার জয়গাঁয় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিস। 


    ২৪অক্টোবর কামাখ্যাগুড়ি এলাকার ৮ বছর বয়সী ওই নাবালিকা নিখোঁজ হয়। ২৫ অক্টোবর পরিবার পুলিসে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিস। সোমবার কামাখ্যাগুড়িতে আসেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিস সুপার অসীম খান, এসডিপিও শ্রীনিবাস এম পি প্রমুখ। জেলা পুলিসের কর্তাদের উপস্থিতিতে কামাখ্যাগুড়ি বাজার ও আশপাশের এলাকায় পুলিস স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায়। 


    নিখোঁজ নাবালিকার কোনও সন্ধান না মেলায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এম পি বলেন, কামাখ্যাগুড়ির নিখোঁজ নাবালিকার খোঁজে তল্লাশি চালানো হয়েছে। নাবালিকাকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।
  • Link to this news (বর্তমান)