সংবাদদাতা, কাকদ্বীপ: মৃত মৎস্যজীবীদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও বঞ্চনার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ন’টির মধ্যে সাতটি পরিবারকে দেওয়া হলেও, মৃত দুই মৎস্যজীবী পরিবার এখনও ক্ষতিপূরণের টাকা পাননি। জানা গিয়েছে, ২০ সেপ্টেম্বর স্থানীয় টর্নেডোর কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গিয়েছিল। এর ফলে ন’জন মৎস্যজীবীর মৃত্যু হয়। মৃত মৎস্যজীবী পরিবারগুলির পাশে দাঁড়াতে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। মৎস্যজীবীদের অভিযোগ, সাতটি পরিবারকে এই আর্থিক অনুদানের টাকা তুলে দেওয়া হয়েছে। কিন্তু বাকি দুই পরিবার কোনও অর্থ পায়নি। বিজেপির ওই অনুদানের টাকা না পাওয়া মৃত মৎস্যজীবী সৌরভ দাসের বাবা সুফল দাস বলেন, ওইদিন বিরোধী দলনেতা দীর্ঘ সময় আসেননি। আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে বিজেপি নেতাদের জানিয়েই তাঁকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এরপর দেখলাম সবাই টাকা পেয়েছে, কিন্তু আমার পরিবারকে টাকা দেওয়া হয়নি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, এমন ঘটনা ঘটেছে কি না, খোঁজখবর নিচ্ছি।