চালকল মালিকদের ক্ষোভ প্রশমনে মোবাইল অ্যাপ কেন্দ্রীয় সরকারের
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামনেই দেশের ৫০টি কেন্দ্রে উপ নির্বাচন। তার আগে চালকল মালিকদের একাংশের অসন্তোষ ঘিরে আতান্তরে মোদি সরকার। ধান ঠিকমতো হাতে পাওয়া, বকেয়া নিয়ে বহু চালকল মালিকের অভিযোগ দীর্ঘদিনের। সেই তালিকায় জুড়েছে সঠিক মানের ধান না মেলার অভিযোগও। যা ঘিরে বেশ চাপে কেন্দ্র। সেই সমস্যা মেটাতে এবার চালু করা হল বিশেষ মোবাইল অ্যাপ। কারণ, চালকল মালিকরা বেঁকে বসলে ধান সংগ্রহ করা হলেও তা চালে পরিণত হবে না। গণবণ্টন ব্যবস্থায় রেশন দোকানের মাধ্যমে যে ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে চাল-গম দেওয়া হয়, সেই প্রকল্প ধাক্কা খাবে। গমের জন্য সমস্যা না হলেও চাল মিলবে না। ফলে তড়িঘড়ি চালকল মালিকদের শান্ত করতে সোমবার ‘এফসিআই গ্রিভ্যান্স রিড্রেসাল সিস্টেম’ (এফসিআই জিআরএস) নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশি। তিনি বলেন, কৃষকদের সমস্যা মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের কোনও তুলনা হয় না। প্রায় প্রতিটি ক্যাবিনেট বৈঠকেই ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ সম্পর্কে খোঁজখবর নেন তিনি। যাতে ৮০ কোটি মানুষের যেন খাদ্যশস্য পেতে কোনও সমস্যা না হয়। তাই সরকারি এই প্রকল্প মসৃণ রাখাই আমার লক্ষ্য। সেই কারণে ধান থেকে চাল তৈরি নিয়ে কল মালিকদের যদি কোনও অভিযোগ বা পরামর্শ থাকে, তাহলে তারা এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। খাদ্যমন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া জানান, অভিযোগ পেলেই সেটি আঞ্চলিক কুইক রেসপন্স টিমের অফিসাররা দেখবেন। ঘটনাস্থলে গিয়ে মেটানোর চেষ্টা করবেন। আর তাতেও যদি চালকল মালিক সন্তুষ্ট না হন, তাহলে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারপার্সন বিনীতা রতন শর্মা নিজে হস্তক্ষেপ করবেন।