• টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়ে গ্রেপ্তার ইউনানি মেডিসিনের কর্তা
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়ম ভেঙে রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাকটিশনারের সার্টিফিকেট দেওয়ার অভিযোগে স্টেট কাউন্সিল অব ইউনানি মেডিসিনের কার্যনির্বাহী রেজিস্ট্রার ইমতিয়াজ হুসেনকে গ্রেপ্তার করল এন্টালি থানা। অভিযোগ, টাকার বিনিময়ে তিনি অযোগ্য ব্যক্তিদের এই সার্টিফিকেট বিক্রি করেছিলেন। এই সার্টিফিকেট নিয়ে অনেকেই ইউনানি প্র্যাকটিস করছেন। পুলিস সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরের মে মাসে ইমতিয়াজের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। সেখানে অভিযোগ করা হয়, জাল ইউনানি ডাক্তার তৈরিতে সাহায্য করছেন তিনি। আরএমপি সার্টিফিকেট ইস্যু করছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রার্থী পিছু বারো হাজার টাকা করে নেওয়া হচ্ছে। যাঁদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাঁদের সিংহভাগের শিক্ষাগত যোগ্যতা অষ্টম মানও পেরয়নি, অথচ তাঁরা ইউনানি চিকিৎসার সার্টিফিকেট পেয়ে গেছেন। এমনকী  বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও অনেকে তাঁর কাছ থেকে সার্টিফিকেট কিনে ইউনানি চিকিৎসা করছেন। শুধু তাই নয়, নিয়ম ভেঙে রাজ্যের বাইরের বাসিন্দাদের পর্যন্ত সার্টিফিকেট ইস্যু করেছেন মোটা টাকার বিনিময়ে। যাঁদের এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, তাঁদের ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। সকলেই জানান, তাঁরা কোথাও ভর্তি হননি। ইমতিয়াজের সঙ্গে যোগাযোগ করেই আরএমপি সার্টিফিকেট পেয়ে যান। কলকাতা সহ বিভিন্ন জায়গায় তাঁরা চেম্বার খুলেছেন। টাকার বিনিময়ে সার্টিফিকেট ইস্যু করার অভিযোগে রবিবার তাঁকে ডেকে পাঠানো হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। কত সার্টিফিকেট তিনি ইস্যু করেছেন এবং তাঁদের কে নিয়ে এসেছিল ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। জানা যাচ্ছে, এভাবে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন। সেই সব সম্পত্তি কোথায় রয়েছে, তার হদিশ করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)