৫০ বছরেও বাংলায় ক্ষমতা পাবে না বিজেপি-সিপিএম, চ্যালেঞ্জ মলয়ের
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ক্ষমতা দখল নিয়ে অনেক কথা শুনিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা বিজেপির ‘দিবাস্বপ্ন’ ছাড়া কিছুই নয় বলে মনে করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, আগামী ৫০ বছরেও বাংলার ক্ষমতায় আসতে পারবে বিজেপি, সিপিএম। তৃণমূল আছে এবং থাকবে।
দলের তরফে মলয় ঘটককে অসম তৃণমূলের ইনচার্জ করা হয়েছে। সেই সূত্রেই এদিন অসমে সংগঠন বিস্তারের কথা ঘোষণা করেন তিনি। অসমের তিনজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এদিন মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন। সাংসদ সুস্মিতা দেব বলেন, কিছুদিনের মধ্যে অসম তৃণমূলের নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। সেখানে আরও শক্তিশালী হবে দলীয় সংগঠন। অসমের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস।