নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং চলাকালীন হঠাই ইউটিউবে ভেসে উঠল অশ্লীল ভিডিও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটা কি হ্যাকার হানার ঘটনা, নাকি হাইকোর্টের আইটি সেলের তরফে কোনও গাফিলতি—তা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর।
হাইকোর্টে পূজাবকাশকালীন ছুটি চলছে। তাই নিয়ম অনুযায়ী নির্ধারিত দিনে পূজাবকাশকালীন বেঞ্চ বসছে। সোমবার বিচারপতি শুভেন্দু সামন্তর এই বেঞ্চে শুনানি চলছিল। সেই শুনানি পর্ব লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল ইউটিউবে। তারই মধ্যে হঠাৎ চলতে শুরু করে অশ্লীল ভিডিও। শুনানির মাঝে এমন আপত্তিকর ভিডিও দেখে অনেকেই চমকে ওঠেন। অস্বস্তিতে পড়েন অনেকে। এরপর তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় লাইভ স্ট্রিমিং। কীভাবে ঘটল এমন ঘটনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট সূত্রে খবর। তবে এটি হ্যাকারের কাজ কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও হাইকোর্ট কর্তৃপক্ষের তরফে রাত পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
মাসখানেক আগে সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ হ্যাক হওয়ার অভিযোগ উঠেছিল। শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল থেকে রাতারাতি উধাও হয়ে যায় আর জি কর মামলার শুনানির ভিডিও। নিরাপত্তায় বড়সড় ত্রুটি ধরা পড়েছিল। সুপ্রিম কোর্টের অফিশিয়াল চ্যানেলটি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কলকাতা হাইকোর্টেও তেমন কিছু ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবী মহলে।