নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডে মৃত চিকিৎসকের প্রতীকী মূর্তি উধাও। সোমবার সকালে বামপন্থী ছাত্র-যুব সংগঠনের তরফে একটি অবস্থান বিক্ষোভ চলছিল। সেখানেই বিক্ষোভকারীরা দেখেন মূর্তি গায়েব। এই ঘটনায় শ্যামপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিস। সূত্রের খবর, শনিবার রাতের পর থেকে সেটি উধাও হয়ে যায়। এদিন সকালে মূর্তিটি না দেখতে পেয়ে এসএফআই এবং ডিওয়াইএফের সদস্যরা শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনা প্রসঙ্গে লালবাজারের এক শীর্ষ কর্তা বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত অভিযুক্তকে পাকড়াও করা হবে।’