• কার্যকর হয়নি স্কুলবাস ও পুলকার নিয়ে নির্দেশ, কড়া পদক্ষেপের ভাবনা রাজ্যের
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের স্কুল পড়ুয়াদের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছিল পরিবহণ দপ্তর। বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য অভিভাবকদের বড় অংশ তাঁদের ছেলে-মেয়েকে বাস অথবা পুলকারের চালকদের হাতে ছেড়ে দেন। সেই যাত্রাপথে বাড়তি সুরক্ষা বলয় তৈরির লক্ষ্যে সুসংহত নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছিল পরিবহণ দপ্তর। উদ্দেশ্য ছিল স্কুলবাস কিংবা পুলকারের উপর সরকারি নজরদারি বাড়ানো এবং অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং পুলকার কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে অনভিপ্রেত ঘটনা এড়ানো। কিন্তু গত কয়েকমাসে এই নির্দেশিকা নিয়ে সদর্থক পদক্ষেপ করা হয়নি। এনিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং পুলকার সংগঠনগুলির মধ্যেই খামতি ধরা পড়েছে। অভিযোগ, তারা রাজ্য সরকারের বেঁধে দেওয়া নিয়মরীতি মেনে সার্বিক ব্যবস্থা ঢেলে সাজতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। 


    এই অভিন্ন পুলকার নীতি তৈরির সময় পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে গোটা পরিকল্পনার রূপায়ণ হচ্ছে। সেই সূত্রে আমরা স্কুলশিক্ষা দপ্তর, পুলিস, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক সমিতি ও পুলকার সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়েছি। সমস্ত পক্ষের মতামত নিয়ে এই অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে। গোটা রাজ্যে তা কার্যকর হবে।’ মন্ত্রীর পরামর্শ ছিল, অভিভাবকদের এক্ষেত্রে বাড়তি সচেতন হতে হবে। স্কুলবাস কিংবা পুলকারের নম্বর, গাড়ির স্বাস্থ্য, চালকের সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। 


    বাবা-মায়ের উদ্দেশে স্নেহাশিসবাবুর বার্তা ছিল, ‘মোবাইলে পরিবহণ দপ্তরের অ্যাপ রাখুন। সেখানে বাচ্চার পুলকারের নম্বর দিলেই সংশ্লিষ্ট গাড়ির যাবতীয় তথ্য চলে আসবে। বিধি মেনে সমস্ত সরকারি কাগজপত্র না থাকলে দ্রুত পুলিসকে জানান। তাতে অবাঞ্ছিত ঘটনা অনেকটাই কমবে।’


    যদিও শেষ তিনমাসে মন্ত্রীর এই দাওয়াই কার্যত খাতায়-কলমে থেকে গিয়েছে। হাতে গোনা কয়েকটি স্কুল পড়ুয়াদের আসা-যাওয়ার ব্যবস্থায় সরকারের পরমার্শ মেনে বদল এনেছে। অধিকাংশ স্কুল বিষয়টি নিয়ে তেমন ভাবিতই নয়। অন্তত এমনটাই অভিযোগ পরিবহণ দপ্তরের কর্তাদের। সূত্রের দাবি, বিষয়টি নিয়ে আগামী দিনে কড়া ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে পারে রাজ্য। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আবেদন করছে সরকার। যে স্কুলবাস বা পুলকারের উপর ভরসা করে সন্তানকে ছাড়ছেন, সেটিকে যাবতীয় সরকারি বিধি মেনে চলার জন্য চাপ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবকদের।    
  • Link to this news (বর্তমান)