• কালীপুজোর আগে বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রির ছক বানচাল, অশোকনগরে ধৃত ৬
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সামনেই উপ নির্বাচন। পাশাপাশি রয়েছে কালীপুজো ও দীপাবলি। তার আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল অশোকনগর থানা। এক্ষেত্রে উঠে এসেছে বিহারের মুঙ্গেরের যোগ। বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি কেনাবেচার অভিযোগে চক্রের ছয় দুষ্কৃতীকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিস। তাদের কাছ থেকে আটটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম তন্ময় লোধ, সন্দীপ দত্ত বণিক, রাজবল্লভ গুহ, সৈকত গুহ, তন্ময় দেবনাথ ও দীপঙ্কর নন্দী। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হলে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের বাড়ি অশোকনগরে। প্রত্যেকেই পুলিসের খাতায় কুখ্যাত অপরাধী বলে চিহ্নিত।
  • Link to this news (বর্তমান)