নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, কাকদ্বীপ: আবাস যোজনা প্রকল্পে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মারধরে জড়াল তৃণমূল ও আইএসএফ। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। ঘটনাটি দেগঙ্গার কলসুর পঞ্চায়েতের দক্ষিণ কলসুর চাঁদকাটি গ্রামে। তৃণমূল কর্মীদের মারে আইএসএফের স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তাঁর দুই ছেলে আহত হয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি তৃণমূলেরও বেশ কয়েকজন জখম হয়েছেন। অন্যদিকে আবাস যোজনার সমীক্ষায় বেনিয়মের অভিযোগে সমীক্ষক দলের প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার অচিন্ত্যনগরে।