নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিজয়া সম্মিলনির অনুষ্ঠান থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। দু’জনই এক সুরে জানিয়ে দেন, কেউ কাটমানি চাইলে বা দলের ভাবমূর্তি খারাপ করলে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রবিবার ভাঙড় মহাবিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সায়নী বলেন, যাঁরা দলের বদনাম করছেন ও দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন, পরিষেবা দেবেন বলে টাকা চাইছেন, তাঁরা সতর্ক হয়ে যান। অভিযোগ পেলে চরম ব্যবস্থা নেওয়া হবে। নেতা-কর্মীদের সতর্ক করার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, যাঁরা নিজেদের পকেট ভরবেন বলে তৃণমূল করছেন, তাঁদের দলে কোনও স্থান নেই।