• ‘এয়ার কোয়ালিটি’ ও পর্যটনে   বিশ্বের প্রথম কুড়িতে কলকাতা
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার মুকুটে এক সঙ্গে যুক্ত হল দু-দু’টি গৌরবের পালক। একদিকে বিশ্বের সেরা ২৫ শহরের তালিকায় উঠে এল বাংলার রাজধানী। ট্রাভেল প্লাস লিজার ম‌্যাগাজিনের সমীক্ষায় ভ্রমণ প্রেমীদের পছন্দের তালিকায় বিশ্বের মধ্যে ১৯ নম্বরে রয়েছে কলকাতা। আবার, উন্নয়নের দিক থেকে কলকাতার স্থান ১১ নম্বরে থাকার পাশাপাশি বায়ুর মান বা এয়ার কোয়ালিটির বিচারে দ্বিতীয় সেরা মেট্রো শহরের তকমা পেয়েছে কলকাতা। সোমবার এই খবর নিজেই ফেসবুকে শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘ঐতিহ্য, আধুনিকতা, গতিশীলতা আর সংস্কৃতির সুন্দর মেলবন্ধনেই এ শহর বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজের পরিচিতি তৈরি করেছে। বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের প্রিয় শহরকে দেওয়া স্বীকৃতি আদতে অত্যন্ত গর্বের বিষয়। ভ্রমণ এবং অবসর বিনোদনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম প্রথম সারির শহর কলকাতা। একইভাবে বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলির মধ্যে কলকাতার অবস্থান ১১। আইআইটি দিল্লির গবেষণায় বায়ুর মান বা এয়ার কোয়ালিটির বিচারে দ্বিতীয় সেরা মেট্রো শহর কলকাতা।’ শহরবাসীর উদ্দেশে মমতা এদিন লেখেন, আসুন সকলে হাতে হাত মিলিয়ে কাজের মধ্য দিয়ে এগিয়ে যাই। উন্নয়নের সঙ্গে হাতে হাত রেখে পরিবেশ সচেতন হয়ে কীভাবে চলা যায়, তা এই শহর দেখিয়ে দিয়েছে। কলকাতার সকলের সহযোগিতা ছাড়া তা কখনওই সম্ভব হতো না। আগামীতে আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল হোক এই যাত্রা। 
  • Link to this news (বর্তমান)