নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক ভ্যানচালকের মানসিক ভারসাম্যহীন স্ত্রীর সঠিক পরিচয়পত্র ছিল না। তাই হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই হয় তাঁর প্রসব। কিন্তু মৃত সন্তানের জন্ম দেন ওই মহিলা। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে সেই মৃত সন্তানকে ফেলে দিয়ে আসেন ওই বধূ। সোমবার দুর্গন্ধ বের হতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সোমবার সাতসকালে কচুরিপানা ভর্তি ওই পুকুর থেকে সদ্যোজাতর মৃতদেহ উদ্ধার হয় দত্তপুকুরের কাশিমপুরে। বিষয়টি পুলিসকে জানান স্থানীয়রা।