নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: গড়িয়া বাজারে শুরু হল বাজি বাজার। রবিবার বিকেলে তার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রয়েছে ১৪-১৫টি স্টল। বাহারি বাজি ছাড়াও প্রদীপ, মোমবাতিও পাওয়া যাচ্ছে এখানে। গড়িয়া বাজার ব্রিজের ধারে রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সরকারি জায়গায় এই বাজার বসেছে। এদিকে, চম্পাহাটির হাড়ালে বাজির দোকানে কোনও দুর্ঘটনা ঘটলে কীভাবে অগ্নিনির্বাপক মেশিন চালাতে হবে, হাতেকলমে তার প্রশিক্ষণ দেওয়া হল ব্যবসায়ীদের। এদিন বারুইপুর দমকল বিভাগের পক্ষ থেকে তাঁদের নানা খুঁটিনাটি বুঝিয়ে বলা হয়। দমকল বিভাগ থেকে জানানো হয়েছে, হাড়ালের বাজারে আগুন লাগলে জল আনতেই দেরি হয়ে যায় দমকলের। তাই দমকলের অফিসাররা এদিন ব্যবসায়ীদের দোকানে রাখা অগ্নি নির্বাপক যন্ত্র চালানো শিখিয়ে দেন। অন্যদিকে কালীপুজোয় আবাসনগুলি বাজি পোড়ানোর সময় অনিয়ম করছে কি না, তা ধরতে বিশেষ উদ্যোগ নিল পুলিস। সোনারপুর ও নরেন্দ্রপুর থানা এলাকায় বাইকে টহল দেবে টিম। কোথাও ঘুরবে সাদা পোশাকের পুলিস। থানার বক্তব্য, কেউ তা অমান্য করলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।