নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ল্যাপটপ চুরির অভিযোগে সল্টলেক সেক্টর-১ এলাকার এক পেয়িং গেস্ট হাউসের এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, গত মাসে ওই পেয়িং গেস্টদের তিনটি ল্যাপটপ চুরি গিয়েছিল। শেষ ল্যাপটপ চুরির পর ওই কেয়ারটেয়ার পালিয়ে যায়। তখনই সন্দেহ হয়। সোমবার বিধাননগর উত্তর থানার পুলিস তাকে গ্রেপ্তার করেছে।