নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক পুলিস কমিশনার মনোজ ভর্মার। সোমবার পুরসভায় আধ ঘণ্টা মতো ছিলেন পুলিস কমিশনার। জানা গিয়েছে, বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দু’পক্ষের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূলত, শহরের বিভিন্ন বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে পুলিসি সহযোগিতা আরও দৃঢ় করার ব্যাপারে দু’জনের মধ্যে কথা হয়েছে বলে খবর। এজন্য পুলিসের তরফেও একটি ডেডিকেটেড টিম তৈরি করা যায় কি না, সেই প্রস্তাব পুলিস কমিশনারকে দিয়েছেন মেয়র। পাশাপাশি, পুলিসি অনুমতি না মেলায় আটকে রয়েছে শহরের রাস্তা, নিকাশি সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ। সেই বিষয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।