নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক তদন্তকারী সংস্থার অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে নানাভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে বেড়াত একটি বড় অপরাধ ‘চক্র’। সেই চক্রের এক চাঁইকে দিল্লি থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের সাইবার থানা। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ৭ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন আদালতে মামলাটি উঠলে সরকারি কৌঁসুলি রাধানাথ রং বলেন, পুলিস তদন্ত চালিয়ে জানতে পারে, এই ঘটনার পিছনে একাধিক অপরাধী রয়েছে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার হদিশ মিলেছে। সেই অপরাধীদের খোঁজ চলছে। অন্যদিকে, পুলিস তদন্ত চালিয়ে জানতে পেরেছে, ইতিমধ্যে গত তিন মাসে বহু মানুষকে অপরাধীরা এই ধরনের ফোন করে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করেছে। ধৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মিলেছে প্রচুর টাকার হদিশ। টাকার উৎস নিয়ে কোনও উত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়।