• হাসপাতালে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শন শুরু
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে এরাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। এবার তার অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যজুড়ে পরিদর্শন শুরু হল। জুনিয়র ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে, স্বতঃপ্রণোদিত শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যের হাসপাতালগুলিতে নতুন করে সিসি ক্যামেরা, বিশ্রাম কক্ষ, ওয়াশ রুম, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল। সেই কাজের কতটা অগ্রগতি হল, তা এবার মাঠে নেমে পরখ করতে চাইছে রাজ্য সরকার। সূত্রের খবর, এই পরিদর্শন চলবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজের ক্ষেত্রে আজ, মঙ্গলবার এই পরিদর্শন হওয়ার কথা। 
  • Link to this news (বর্তমান)