এসএসকেএম ও মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান, ধৃত ৪ দালাল
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের পর এবার কলকাতার হাসপাতালগুলিকে দালাল চক্র মুক্ত করতে অভিযানে নামল কলকাতা পুলিস। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতালে জোড়া অভিযান চালিয়ে মোট চারজন দালালকে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। ধৃতরা হল, পরেশচন্দ্র রায়, বিশ্বজিৎ দাস , রাজা মল্লিক এবং অভয় বাল্মীকি। লালবাজার জানাচ্ছে, এই হাসপাতালগুলিতে রোগী ভর্তি সহ বিনামূল্যে রাজ্য সরকারের পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে রোগীর আত্মীয়দের কাছ মোটা টাকা দালালচক্র আদায় করত বলে অভিযোগ। সোমবার দুপুরে লালবাজারের গোয়েন্দারা একাধিক টিমে ভাগ হয়ে হাসপাতালগুলিতে অভিযান চালিয়ে এদের হাতেনাতে গ্রেপ্তার করেছেন। ধৃতদের বিরুদ্ধে বউবাজার এবং ভবানীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আর জি কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের এই দাবির কথা মাথায় রেখে, হাসপাতালকে দালাল মুক্ত করতে সক্রিয় হয়েছে কলকাতা পুলিস। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলার কথা।