নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জমা না করে কর্মীর প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। পিএফ দপ্তর থেকে বিষয়টি জানানোর পর সোমবার বিধাননগর উত্তর থানা তাকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি একটি সংস্থার মালিক। প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।