• নিউটাউনে চলন্ত গাড়িতে আগুন
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রবিবার রাতে নিউটাউনের আকাঙ্খা মোড় এলাকায় একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে চালক ছাড়া কোনও যাত্রী ছিলেন না। চলতে চলতে গাড়ির ইঞ্জিন থেকে আচমকা ধোঁয়া বের হতে থাকে। তারপরই আগুন লেগে যায়। চালক কোনওরকমে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিস এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে, গাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)