ঘটনাটি ঠিক কী? সোশ্যাল মিডিয়ায় এক মহিলা সাংবাদিক শ্লীলতাহানির অভিযোগ করার পর, তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। কবে? গতকাল রবিবার। এরপর আজ, বরানগর থানায় তলব করা হয় তন্ময়কে। তাঁকে প্রায় ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করে পুলিস।
থানা থেকে ফিরে বাড়িতে সাংবাদিক বৈঠকে তন্ময় বলেন, 'সম্ভবত আমি যা দেখেছি, ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের একটি পুরুষ মানুষ যদি ৪০ কেজি ওজনের মহিলার কোলে বসে পড়েন, তাহলে কি সে মহিলা শারীরিক দিক থেকে সুস্থ থাকেন? আমি জানি না। আমি কোনওদিন বসিনি ৪০ কেজির মহিলার কোলের উপরে'।
শ্লীলতাহানির অভিযোগে ভিত্তিতে তন্ময়কে সাসপেন্ড করেছে সিপিএম। সাসপেন্ডেড নেতা বলেন, এই সাসপেন্ডটা জানতে পারা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। আমি মর্মাহত। আমি মনে করি ন্যুনতম তদন্ত করা উচিত ছিল, আমরা বক্তব্য জানা উচিত ছিল। তারপর পার্টি বহিষ্কারও করতে পারে, যদি পার্টি মনে করে আমি অপরাধী। আমরা কেউ পার্টির উর্ধ্বে নয়। আমি আশা করব, ইন্টারনাল কমপ্লেইন কমিটি আমাকে দ্রুত ডাকবে'।
এদিকে শ্লীলতাহানির অভিযোগে তন্ময়ের গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলেন, 'একজন মহিলা সাংবাদিক অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে যদি গ্রেফতার না হয়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। কেন গ্রেফতার হবে না? ওনার যা বলার কোর্টে বলুন। বেল দিলে কোর্ট দেবে। প্রভাব খাটাতে পারেন, প্রভাবশালী লোক'।
আগামীকাল, মঙ্গলবার তন্ময় ইস্যুতে বরানগরে জোড়া প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন,' যাঁরা অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন, তাঁরা এবারেই মানববন্ধন করবেন তো? তাঁরা এবারেও রাতদখল করবেন তো? তাঁরা এবারেও বিচার চাইবেন তো'?