সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা সাংবাদিক। আরজি করকাণ্ডের আবহে যে ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে এবার সরব হলেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, 'এবার রাত দখল, মানববন্ধন, বিচার চাইতে রাস্তায় নামবেন তো?'
ঠিক কী বলেছেন সায়ন্তিকা?
তৃণমূলের তারকা বিধায়ক বলেছেন, 'তন্ময় ভট্টাচার্যের মতো সিপিএমের সিনিয়র নেতার থেকে এ ধরনের আচরণ আশা করিনি। ৩৪ বছরের সময়ের মানসিকতা পাল্টায়নি...যাঁরা অভয়ার জন্য বিচার চেয়েছিলেন,তাঁরা এবারও মানববন্ধন করবেন তো, রাত দখল করবেন তো, বিচার চাইবেন তো?' একইসঙ্গে তাঁর সংযোজন, 'অভয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধর্ষণ-খুন করা হয়েছে, এক্ষেত্রেও একজন মহিলা সাংবাদিককে কর্মক্ষেত্রে অশ্লীল আচরণ করা হয়েছে। আমরা অভয়া, মণিপুরের সমনয়ও সরব ছিলেন। যাঁরা অভয়ার ব্যাপারে সরব ছিলেন মণিপুরের সময় ছিলেন না, তাঁরা এবার রাত দখল, মানববন্ধন, বিচার চাইতে রাস্তায় নামবেন তো?'
প্রসঙ্গত, আরজি করের ঘটনায় বিচারের দাবিতে গত ১৪ অগাস্ট মধ্যরাতে রাত দখল কর্মসূচি সাড়া ফেলে দিয়েছিল। তারপরেও কয়েক বার রাত দখল, ভোরদখল কর্মসূচি করা হয়। মানববন্ধন কর্মসূচিও করা হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের প্রতিবাদ কর্মসূচিতে 'চাপে পড়েছিল' বাংলার শাসক শিবির। এবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় যেভাবে সরব হলেন সায়ন্তিকা, তা আলাদা মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।
অন্য দিকে, এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সোমবার বরানগর থানায় প্রায় ৩ ঘণ্টা তন্ময়কে জিজ্ঞাসাবাদ করা হয়। সিপিএম থেকে সাসপেন্ড করা হয়েছে তন্ময়কে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দাবি করেছেন, সবই পরিকল্পিত কুৎসা। বলেছেন, 'ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের একজন পুরুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে সেই মহিলা শারীরিক কি না, আমি জানি না।'