• টানা ৪ দিন ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আপডেট
    আজ তক | ২৯ অক্টোবর ২০২৪
  • রাজ্যে ফের বৃষ্টি হতে পারে। এমন সম্ভাবনার কথাই জানাল হাওয়া অফিস। কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার কালীপুজো। ওই দিনই আবার রয়েছের আলোর উৎসব দীপাবলি। কালীপুজোতেও কি বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলায়? দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রুকুটি থাকলেও আকাশ মোটের উপর পরিষ্কারই ছিল।  কালীপুজোয় বৃষ্টি নিয়ে আপডেট দিল হাওয়া অফিস।

    ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি

    আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩১ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

    উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৬৬ শতাংশ।

    কেমন থাকবে আবহাওয়া

    হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
  • Link to this news (আজ তক)