নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস উৎসব পালিত হয়। ধনতেরসের দিনে লক্ষ্মী, ধন কুবের ও ধন্বন্তরী দেবীর পুজো করার রীতি রয়েছে। সোনা-রুপো, বাসনপত্র কেনা শুভ বলে মনে করা হয়। ঝাড়গ্ৰামে ধনতেরাস পালনে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা বাড়ছে। সোনার দোকানে কেনাকাটার ভিড় বাড়ছে। সেইসাথে শহরের বাজাগুলোতে ঝাঁটা কেনার হিড়িকও বাড়ছে।
জেলার মানুষ সোনা, রুপোর পাশাপাশি ঝাঁটা, মাটির প্রদীপ, হাঁড়ি সহ অন্য জিনিস কেনা শুরু করছেন। শহরের বাজারগুলোতে ঝাঁটা কেনার হিড়িক শুরু হয়ে গিয়েছে।আদিবাসী মার্কেটে ক্রেতারা পছন্দমতো ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছেন। ঝাড়গ্ৰামে বছর খানেক আগেও ধনতেরস নিয়ে সেভাবে উদীপনা ছিল না। সামান্য সংখ্যক কিছু মানুষ উৎসবে সামিল হতেন। জেলার সাধারণ মানুষ এখন ধনতেরস উৎসবে সামিল হচ্ছেন। শহরের সোনার দোকানগুলোতে ধনতেরস উপলক্ষে কেনাকাটা করতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে।খারাং ঝাঁটা, নারকেল পাতার ঝাঁটা, খেজুর পাতার ঝাঁটা কেনার হিড়িক।
আদিবাসী মার্কেটের ব্যবসায়ী সিতারাম হেমব্রম বলেন, ধনতেরস উপলক্ষ্যে এবার নানা ধরনের ঝাঁটা মজুত করেছি। এইবছর অনেক আগে থেকে ঝাঁটা কেনা শুরু হয়ে গিয়েছে।আগে ধনতেরস নিয়ে এখানে এত মাতামাতি ছিল না। গত কয়েক বছর ধরে উদ্দীপনা বেড়েছে। পাল্লা দিয়ে ঝাঁটা কেনার চলও বেড়েছে। বিক্রি ভালো হওয়ায় লাভ বাড়ছে। অপর ব্যবসায়ী মদন হেমব্রম বলেন , ধনতেরস নিয়ে বছরখানেক আগেও জেলায় এমন উন্মাদনা ছিল না। ধনতেরাসে ঝাঁটা কেনার চাহিদা আগের থেকে অনেকটাই বেড়েছে। এই বছর তমলুক, কাঁথি থেকে ঝাঁটা আমদানি করতে হয়েছে। ভালোই বিক্রি হচ্ছে।
বৈতা গ্ৰাম পঞ্চায়েতের যশপুর গ্ৰামের কুমোরপাড়ার বাসিন্দা খোকন বেরা বলেন, কালীপুজোর জন্য আমরা মাটির প্রদীপ তৈরি করি। শহরের দোকানগুলোতে সরবরাহ করা হয়। গত কয়েক বছর ধরে ধনতেরসেও মাটির প্রদীপের চাহিদা বাড়ছে। সামনের বছরগুলোতে চাহিদা আরও বাড়বে বলেই আশা করছি। জামবনীর কাপগড়ির বাসিন্দা জগবন্ধু দাস বলেন কালীপূজার জন্য নানা ধরনের প্রদীপ তৈরি করি । এখন অবশ্য ধনতেরসেও মাটির প্রদীপ কেনা হচ্ছে।
শহরের রঘুনাথপুরের বাসিন্দা বছর তিরিশের গৃহবধূ অনন্যা মিশ্র বলেন, ধনতেরস উপলক্ষে মা কাকিমাদের কেনাকাটি করতে দেখিনি। এখন অবশ্য ধনতেরসের সময় সামান্য হলেও সোনার জিনিস কিনি। এবারও কিনেছি। ধনতেরসের দিন ঝাঁটাটা কিনব। পরিবারের আর্থিক শ্রীবৃদ্ধি ও সকল সমস্যার মঙ্গল কামনায় এই কেনাকাটা করি।