• কালনায় অবসাদে আত্মঘাতী যুবক
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ায় অবসাদে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম প্রবীর মণ্ডল(৩৬)। সোমবার সকালে কালনা থানার মুক্তারপুরে নিজের শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোমবার কালনা মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়।


    পুলিস জানিয়েছে, পাঁচবছর আগে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে প্রবীরবাবুর বিয়ে হয়। বছরখানেক আগে তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। সম্প্রতি প্রবীরবাবু জানতে পারেন, স্ত্রী অন্যত্র বিয়ে করেছে। তারপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে অসুস্থ হয়ে পড়েন। মানসিক সমস্যাও দেখা দেয়। সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন।
  • Link to this news (বর্তমান)