প্যারিসের ফেরিস হুইলের আদলে হচ্ছে পণ্ডিতবাগ যুব সঙ্ঘের কালীপুজোর মণ্ডপ
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, লালবাগ: জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ থানার পণ্ডিতবাগ যুব সঙ্ঘের শ্যামাকালী পুজো। এখানের মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় প্রতিবছর চমক থাকে। যার আকর্ষণেই প্রতিবছর জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী জেলা থেকেও হাজার হাজার দর্শনার্থী আসেন। এবার তাদের থিম প্যারিসের ফেরিস হুইল। পৃথিবীর সর্ববৃহৎ এই হুইলের আদলে ৮০ ফুট উচ্চতার মণ্ডপ তৈরি হচ্ছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। এবছর কয়েক লক্ষ দর্শনার্থী পণ্ডিতবাগে ভিড় জমাবেন বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
লালবাগ মহকুমার পণ্ডিতবাগ যুব সঙ্ঘের কালীপুজো চলতি বছরে ৫৪তম বর্ষে পড়ল। ২০১৯ সালে বাহুবলী সিনেমার বজরা নৌকার আদলে মণ্ডপ তৈরি করে নজরকাড়ে লালবাগের ক্লাবটি। মণ্ডপ দেখতে দু’দিন ধরে পণ্ডিতবাগে মানুষের ঢল নেমেছিল। গত বছরের থিম ছিল প্যারিসের ডিজনিল্যান্ড। উদ্যোক্তাদের দাবি, শুধু প্রতিবেশী জেলাই নয়, কলকাতা থেকেও দর্শনার্থীরা আসেন। ৩১ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিকভাবে পুজো উদ্বোধন করবেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও তৃণমূলের মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার। ওইদিন প্রায় আড়াই হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হবে। পরের দিন শুক্রবার ২০ হাজার মানুষের সকালের চা, জলখাবার থেকে রাতের খাবারের আয়োজন করা হয়েছে। পরের দু’দিন বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে মাকে বিদায় জানানো হবে। পুজোর প্রধান উপদেষ্টা রাসু মণ্ডল বলেন, প্রতিমার সঙ্গে সঙ্গতি রেখে মণ্ডপ ও তিন দিকের রাস্তাকে আধুনিক প্রযুক্তির আলোয় সাজিয়ে তোলা হচ্ছে। দর্শনার্থীদের প্রতিমা ও মণ্ডপ দর্শন এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে ক্লাবের ১০০জন স্বেচ্ছাসেবী নজরদারি চালাবেন। যেকোনও বিষয়ে দর্শনার্থীদের সাহায্যের জন্য মণ্ডপের পাশে মুর্শিদাবাদ থানা পুলিসের সহায়তা কেন্দ্র থাকছে। তাছাড়া মণ্ডপ এবং সংলগ্ন ১০০ মিটার এলাকাকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। -নিজস্ব চিত্র