• দীপান্বিতা অমাবস্যায় সেজে উঠছে সতীপীঠ কিরীটেশ্বরী
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, লালবাগ: ৫১ সতীপীঠের অন্যতম মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির। দীপান্বিতা অমাবস্যায় কালীপুজো উপলক্ষ্যে এই মন্দির সেজে উঠতে শুরু করেছে। মন্দির এবং সংলগ্ন এলাকা আলোয় সাজিয়ে তোলার কাজ চলছে। সতীপীঠে পুজো দিতে বৃহস্পতিবার সকাল থেকেই কিরীটেশ্বরী গ্রামে জেলা ও জেলার বাইরের হাজার হাজার ভক্ত ভিড় জমাবেন। ওইদিন রাত থেকে পরদিন সন্ধ্যা অবধি পুজো ও যাগযজ্ঞ চলবে। পুজো শেষে মানতের ছাগবলি দেওয়া হবে।


    কিরীটেশ্বরী মন্দির হিন্দু শাক্ত মতের পবিত্র তীর্থস্থানের অন্যতম। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কিরীটেশ্বরী মৌজায় অবস্থিত মন্দিরটি সম্ভবত জেলার প্রাচীনতম মন্দির। দেবীর নাম অনুসারে গ্রামের নাম হয়েছে কিরীটেশ্বরী। তান্ত্রিকমতে এবং পীঠনির্ণয় ও পুরাণকাহিনী অনুসারে, এখানে দেবী সতীর কিরীট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। সেজন্য এই স্থানকে মহাপীঠ বলে। আবার এখানে দেবীর কোনও অঙ্গ পতিত না হয়ে ভূষণ পতিত হওয়ায় অনেক তন্ত্রবিদ কিরীটেশ্বরীকে পূর্ণ সতীপীঠ না বলে উপপীঠও বলে থাকেন। এনিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।


    মোগল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষে ফার্সি ভাষায় রচিত ঐতিহাসিক গ্রন্থ রিয়াজ-উস-সালাতিনে এবং রেনেলের কাশিমবাজার দ্বীপের মানচিত্রে তিরুথকোণা নাম পাওয়া যায়। ভবিষ্য পুরাণের ভৌগোলিক বিবরণ ব্রহ্মাণ্ড অধ্যায়ে কিরীটকোণার উল্লেখ পাওয়া যায়।


    জানা যায়, ১৪০৫ সালে আদি দক্ষিণমুখী মন্দিরটি তৈরি হয়েছিল। সেই মন্দির এখন লুপ্ত। গ্রামের দক্ষিণ অংশের কয়েক বিঘা জমিজুড়ে বর্তমান কিরীটেশ্বরী মন্দির এবং আরও কয়েকটি মন্দির রয়েছে। অষ্টাদশ শতকের প্রথমদিকে পশ্চিমমুখী বর্তমান মন্দিরটি তৈরি করান কানুনগো বঙ্গাধিকারী দর্পনারায়ণ রায়। মন্দিরের গর্ভগৃহে বিগ্রহ নেই। মন্দিরের ভিতরে একটি মর্মরবেদীর উপর রয়েছে কালো পাথরের পীঠিকা। সম্ভবত তার উপর ছিল দেবীর কিরীট। বর্তমানে ওই কিরীট (মতান্তরে কপালের হাড়) গ্রামের একধারে ‘গুপ্তমঠ’ নামে একটি মন্দিরে লাল রেশমি কাপড়ে মুড়ে একটি কলসে রাখা আছে।


    কিরীটেশ্বরী মন্দিরের সেবায়েত দিলীপ ভট্টাচার্য বলেন, এটি  সতীপীঠ হওয়ায় এখানে দুর্গা ও কালীপুজো হয় না। তবে দুর্গাপুজোর অষ্টমীতে ও কালীপুজোর দিন মায়ের পুজো দিতে প্রচুর ভক্তের সমাগম হয়। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)