• মিলছে না সাম্মানিক ভাতা, নলহাটির অফিসে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: তিনমাস ধরে অতিরিক্ত সাম্মানিক ভাতা না মেলায় সোমবার বিকেলে নলহাটি ১ ব্লকের সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার আইসিডিএস কর্মী ও সহায়িকরা। পরে তাঁরা সিডিপিওর সঙ্গে দেখা করে দু’দিনের মধ্যে ভাতা না মিললে কেন্দ্র বন্ধ করার হুমকি দেন।


    বিক্ষোভকারী রাখী সিনহা, হাসিনা বিবি বলেন, প্রতি মাসে কেন্দ্র সরকার সাড়ে চার হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেয়। সেই সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত সাড়ে চার হাজার টাকা করে প্রতি মাসে দেয়। কিন্তু কেন্দ্রের টাকা মিললেও তিন মাস ধরে রাজ্যের ভাতা পাচ্ছি না। এই টাকায় সংসার চালিয়ে যাওয়া আসা করা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর আগেও বিষয়টি সিডিপিওকে জানিয়েছিলাম। তিনি পুজোর আগেই বকেয়া ভাতা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অক্টোবর মাস শেষ হতে চললেও বকেয়া ভাতা পাচ্ছি না। অথচ অন্যান্য ব্লকের কর্মীরা সঠিক সময়ে ভাতা পেয়ে আসছেন। এরই প্রতিবাদ ও দ্রুত বকেয়া মেটানোর দাবিতে এই আন্দোলন। আন্দোলনকারীরা বলেন, দু’দিনের মধ্যে অ্যাকাউন্টে বকেয়া ভাতা না ঢুকলে আমরা সেন্টার বন্ধ করতে বাধ্য হব বলে সিডিপিওকে জানিয়ে দিলাম। সিডিপিও এখন বলছেন, টাকা না থাকলে কোথা থেকে দেব! তাহলে পুজোর আগে বকেয়া মেটানোর আশ্বাস তিনি কীভাবে দিয়েছিলেন? 


    যদিও সন্ধ্যা নাগাদ সিডিপিও সায়ন্তন মান্নাকে এবিষয়ে জানতে ফোন করা হলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি। পরে ফোন করুক। আধঘণ্টা পর পুনরায় ফোন করা হলে তিনি আর কল রিসিভ করেননি। 
  • Link to this news (বর্তমান)