বিপুল চাহিদা ‘ক্যাসিনো’, ‘জেমস বন্ডের’, মাথাভাঙায় জমল বাজিবাজার
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, মাথাভাঙা: দীপাবলি মানেই নিত্যনতুন বাজি। আর সেই বাজির সম্ভার নিয়ে মাথাভাঙা মেলার মাঠে বাজি বাজার শুরু হয়েছে। রবিবার রাত থেকে এই বাজার শুরু হয়েছে। একেবারে নতুন মডেলের বাজি ক্যাসিনো, ললিপপ, লাট্টু, ফটোফ্লাস, জেমস বন্ড, সেলফি প্লাস নিয়ে দোকান সাজিয়েছেন বাজি বিক্রেতারা। প্রথম দিন থেকেই বিশেষ বাজি কিনতে ভিড় করছেন ক্রেতারা।
মেলার মাঠে মোট আটটি দোকান বসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতারা দোকানে এসেই নতুন বাজি খুঁজছেন। আমরা সাধ্যের মধ্যে দাম এমন নতুন বাজি রেখেছি। সেগুলো বিক্রি হচ্ছে। প্রথমদিন ভালো সাড়া মিলেছে। আগামী দু’দিনে ব্যাপক বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।
বাজি ব্যবসায়ী রতন সাহা বলেন, আমার এবারের একেবারে নতুন আইটেম ক্যাসিনো বাজি। একবার আগুন লাগানোর পর পুরো ৩২ সেকেন্ড ধরে আলো ছড়াবে এই বাজি। ক্রেতাদের সেই ভিডিও দেখাচ্ছি মোবাইলে। ফটো ফ্লাস বাজিতে আগুন লাগানোর পর ক্যামেরার ফ্লাসের মতো আলো ছড়াবে। ললিপপের আকারের বাজি কিনতে বেশি ভিড় করছেন খুদেরা। অপরদিকে মেয়েদের পছন্দের বাজি সেলফি প্লাস। সেলফি ক্যামেরার ফ্লাসের মতো আলো ছড়াবে এই বাজি। সোমবার দুপুরে বাজি বাজারে গিয়ে দেখা গেল প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। সবাই বাজি কিনছেন। তবে নতুন যে আইটেমের বাজিগুলো এসেছে, সেগুলোতে আগ্রহ সবার।
মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, গত বছরে ভালো বিক্রি হওয়ায় এবারে বাজি ব্যবসায়ীরা আগেই প্রস্তুতি নিয়ে দোকান বসিয়েছেন। আমরা সব সহায়তা করছি। মাঠের মাঝখানে বাজার বসায় দুর্ঘটনার আশঙ্কাও থাকছে না। থানার সামনের মেলার মাঠে বাজি বাজার হওয়ায় পুলিসও নজরদারি রাখছে।
মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, বাজি বাজার রবিবার রাত থেকে শুরু হয়েছে। ভালোভাবে চলছে। থানার সামনে বাজারটি বসায় আমাদের পুলিস কর্মীরা সেদিকে নজর রাখছেন। এদিন দিনভর ক্রেতারা বাজার করেছেন। সন্ধ্যার পর বাজারে ভালো ভিড় হয়েছে। - নিজস্ব চিত্র।