চাঁচলে রাজ্য সড়ক সম্প্রসারণে ঢিলেমি, টোটো উল্টে জখম তিন
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, চাঁচল: প্রায় একবছরেও মালদহের চাঁচল-আশাপুর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে পথচারী থেকে স্থানীয়দের মধ্যে। ঠিকাদারি সংস্থার খামখেয়ালিপনায় কাজ শেষ হচ্ছে না বলে অভিযোগ। অর্ধসমাপ্ত নির্মাণকাজে দুর্ভোগে পড়ছেন গাড়িচালকরা। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়। সোমবার ফের দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী টোটো।
আশাপুর থেকে চাঁচলের অভিমুখে থাকা ওই টোটোটি কলিগ্রাম নিমতলায় গর্তে পড়ে উল্টে যায়। চালক সহ তিনজন যাত্রী জখম হন। তাদের চাঁচল সুপার স্পেশালাটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ঢিমেতালে সড়ক সম্প্রসারণের কাজ হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। চাঁচল মহকুমা পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার শ্যামল সরকার বলেন, বৃষ্টির জন্যই কাজের গতি কমেছে। কালীপুজোর পরেই জোরকদমে কাজ শুরু হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল আশাপুর রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য রাজ্য সরকারের তরফে প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে রয়েছে কয়েকটি ব্রিজও। একবছর ধরে কাজ চললে তা শেষ হয়নি। বর্তমানে নিমতলায় একশো মিটারজুড়ে গর্ত তৈরি হয়ে রয়েছে। এমনকী ওই রুটে পাকুরতলা পর্যন্ত প্রায় তিন কিমি সড়ক খুঁড়ে রাখা হয়েছে। নিমতলার বাসিন্দা শেখ রব্বানির অভিযোগ, ঠিকাদার সংস্থার গাফিলতিতেই কাজ আটকে রয়েছে। দ্রুত কাজ শেষ নাহলে আন্দোলনে নামব আমরা। আরেক বাসিন্দা বাপি আনোয়ার বলেন, মহারাজতলায় সড়কের উপর কালভার্ট নির্মাণের জন্য গর্ত তৈরি করা হয়েছে দেড়মাস আগে। এখনও কাজ শেষ হয়নি। একপাশে সংকীর্ণ রাস্তা দিয়েই লরি ও যাত্রীবাহী বাস ঝুঁকি নিয়ে চলছে।