সংবাদদাতা, নাগরাকাটা: মানুষের তাড়া খেয়ে চিতাবাঘ শাবক উঠে পড়ল গাছের মগ ডালে। সোমবার সকালে এমনই ঘটনা ঘিরে হুলুস্থুল পড়ে যায় মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি চা বাগানে। ১০টা নাগাদ চিতাবাঘটি গাছে চড়লেও বিকেল পর্যন্ত সেটিকে গাছের মগডাল থেকে বনকর্মীরা নামাতে পারেননি। গাছের নীচে বহু লোকজন থাকায় চিতাবাঘটি ভয় পেয়ে যাওয়ায় মগডালেই ঘাপটি মেরে বসে থাকে। যদিও সন্ধ্যার সময় এলাকা ফাঁকা করেন বনকর্মীরা। গাছের নীচে জাল পেতে মগডালের দিকে পটকা ছুড়লে শাবকটি লাফ নিয়ে নেমে আসে। সেটি পরে চা বাগানে ঢুকে যায়।
এদিন সকালে শ্রমিকরা বাগানের সিএম-১৪ নম্বর সেকশনে পাতা তুলতে আসেন। হঠাৎই তাঁদের নজরে আসে বাগানের নালার মধ্যে তিনটি চিতাবাঘ শুয়ে আছে। একসঙ্গে তিনটি বাঘ দেখে শ্রমিকরা চিৎকার শুরু করে দেন। তাঁদের সমবেত চিৎকারে এবং তাড়া খেয়ে মা সহ একটি শাবক চিতাবাঘ পালিয়ে যায়। তবে মাস সাতেকের অন্য একটি শাবক গাছের মগডালে উঠে পড়ে। এখবর জানাজানি হতেই ভিড় জমে যায় এলাকায়। মালবাজার থেকে বন্যপ্রাণ শাখার কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। তাঁরা কৌতূহলী লোকজনকে সরে যেতে বলেন। যদিও তাতে খুব একটা কাজ হয়নি।
স্থানীয় বাসিন্দা নফসর আলি বলেন, বাগানে চিতাবাঘের উপদ্রব রয়েছে। সন্ধ্যা হলেই শ্রমিক লাইনে ঢুকে পড়ে। ছাগল, গোরু, শূকর তুলে নিয়ে যায়। এদিন শ্রমিকরা পাতা তুলতে গেলে নালার মধ্যে তিনটি বাঘ বসে থাকতে দেখেন। দু’টি পালিয়ে গেলেও একটি গাছে উঠে পড়ে।
মাল স্কোয়াডের রেঞ্জার কিশলয়বিকাশ দে বলেন, শাবক চিতাবাঘটি গাছের মগডালে উঠে বসে। পটকা ফাটিয়ে সেটিকে সন্ধ্যায় নীচে নামাতেই অন্ধকার চা বাগানের ঝোপের দিকে চলে যায়। শ্রমিকদের সতর্ক করা হয়েছে। চিতাবাঘ ফের দেখলে অফিসে জানাতে বলা হয়েছে।