• বাঙালি-অবাঙালি বিভাজন নিয়ে ক্ষুব্ধ মমতা, ‘বাংলাকে নিজের ঘর ভেবে থাকুন, বদনাম করবেন না’
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন এলেই যাঁরা বিভেদের রাজনীতির তাস খেলে ভোট আদায়ের চেষ্টা করে, তাঁদের বিরুদ্ধে চড়া সুরে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে নিজের ঘর ভেবে থাকুন—সবাইকে সেই বার্তাটাই দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একইসঙ্গে বিরোধীদের নিশানা করে মমতা এটাও বুঝিয়ে দিলেন, বাংলায় থেকে বাংলার বদনাম করবেন না। গুপ্তপ্রেসের পঞ্জিকা অনুযায়ী চলতি বছরের দুর্গাপুজো পর্ব তিনদিনে সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী বছর থেকে বেলুড় মঠ যে নিয়ম মেনে দশভুজার আবাহনের আয়োজন করে, অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী পুজোর ছুটি ঠিক করবে রাজ্য সরকার।


    সোমবার কলকাতার একাধিক কালীপুজোর উদ্বোধন করেন মমতা। প্রথমে তিনি যান গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোয়। তারপর জানবাজার, শেক্সপিয়ার সরণী, ভবানীপুর এলাকার কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সব জায়গাতেই সর্বধর্ম সমন্বয়ের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। বস্তুত, কলকাতার মধ্যেই রয়েছে মিনি ভারতবর্ষ। সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষের বসবাস। যে ছবিটা আরও বৃহৎ আকারে ধরা পড়ে ভবানীপুর এলাকায়। যেখানকার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে এলাকার প্রতিটি ওয়ার্ডের খবর এবং এবারের লোকসভা ভোটের প্রতিটি বুথের ফল তাঁর নখদর্পণে। যে সূত্রে মমতা বলেন, আমার খারাপ লাগে ভোটপর্বে কেউ কেউ বাঙালি-অবাঙালি করে দেয়। এটা দয়া করে করবেন না। জায়গাটার নাম বাংলা। সবাইকে নিয়ে আমরা চলি। এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে পরে। আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন বিধানসভায়। কিন্তু লোকসভায় বুথের ফল দেখেছি। তাতে ৯০০ থাকলে আমরা একটা মাত্র পেয়েছি। মমতার আরও সংযোজন, এতে নিজেদের মধ্যে সদ্ভাব নষ্ট হয়। এটা কেন হবে? কাউন্সলর আমাদের, বিধায়ক আমাদের, সাংসদ আমাদের। বাংলা তাঁদের, যাঁরা বাংলার জন্য ভাবেন। বাংলা একমাত্র জায়গা, যেখানে কেউ কোনও প্রশ্ন করবে না, কোন জাত, কোন ধর্ম, কী খান ভেজ নাকি নন ভেজ!


    রাজনৈতিক মহল মনে করছে, মমতা তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে অবাঙালিদের কাছে তৃণমূলকে সমর্থন ও সহযোগিতা করার বার্তা পৌঁছে দিলেন। লক্ষণীয় বিষয় হল, এবারের লোকসভা ভোটের ফলাফল বলছে, শহরাঞ্চলে তৃণমূল কম ভোট পেয়েছে। বিশেষ করে অবাঙালি সম্প্রদায়ের মানুষজন লোকসভা ভোটে বিজেপির প্রতি সমর্থন দেখিয়েছেন। যে প্রেক্ষাপটেই মমতা আহ্বান, বাংলায় কোনও ভেদাভেদ নেই। দয়া করে ভুল বুঝবেন না। বাংলাকে নিজের চোখে দেখুন।
  • Link to this news (বর্তমান)